প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬
রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)'র সহকারী ম্যানেজার (গ্রেড-৯) এবং সহকারী ম্যানেজার (প্রকৌশল- গ্রেড-৯) পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এই দুই পদের লিখিত পরীক্ষায় সর্বমোট ৩৮৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী ম্যানেজার (গ্রেড-৯) পদের উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৩৫৯ জন এবং সহকারী ম্যানেজার (প্রকৌশল- গ্রেড-৯) পদে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৪ জন।
উত্তীর্ণ প্রার্থীদের এই তালিকা আজ রোববার (১৫ ডিসেম্বর) প্রকাশ করেছে সাধারণ বীমা করপোরেশন। এর আগে ১৫ নভেম্বর (শুক্রবার) উভয় পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত তথ্য পরবর্তীতে করপোরেশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এতে আরো উল্লেখ করা হয়, পরবর্তীতে কোন ধরণের ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা সাধারণ বীমা করপোরেশন কর্তৃপক্ষ সংরক্ষণ করে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন করপোরেশনের মানব সম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার এস এম শাহ আলম।
উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এমএসএস
মন্তব্য করুন: