insurancejobsbd@gmail.com মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
৬ ফাল্গুন ১৪৩১

এসবিসি'র জুনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষা ৮ নভেম্বর


প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪, ১৫:০৭

সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) জুনিয়র অফিসার (গ্রেড–১০) পদে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। রোববার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে ১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় এ পদের এমসিকিউ পরীক্ষায় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৩৪২ প্রার্থীর লিখিত পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফুলার রোডের উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা নেয়া হবে।

এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনাবলি প্রার্থীদের অবশ্যই পালন করতে হবে।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর