insurancejobsbd@gmail.com বুধবার, ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বর্ষসেরা মুখ্য নির্বাহী কাজিম উদ্দিন


প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বেস্ট সিইও অব দা ইয়ার নির্বাচিত হয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন। দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে বীমা কোম্পানিটির অগ্রগতি ও উন্নতির জন্য তাকে এই স্বীকৃতি দিয়েছে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ।

গত ২০ ডিসেম্বর ভারতের নয়াদিল্লীতে আয়োজিত সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কাজিম উদ্দিনের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয় দক্ষিণ এশিয়ার এই সংস্থা।

অপরদিকে বীমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিটিকে ‘সাস্টটেনেবেল ইন্স্যুরেন্স কোম্পানির স্বীকৃতি দিয়েছে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট। ন্যাশনাল লাইফ চতুর্থবারের মতো এই অ্যাওয়ার্ড অর্জন করলো।

এ ছাড়াও চলতি বছরের বীমা দিবসে জাতীয় পুরস্কার, শীর্ষ করদাতার সম্মাননা, আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড, আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএবি অ্যাওয়ার্ড অর্জন করেছে ন্যাশনাল লাইফ।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর