insurancejobsbd@gmail.com শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে ফজলুল করিম মুন্সীর পুনর্নিয়োগ


প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৬:১৯

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে এ এন এম ফজলুল করিম মুন্সীর পুনর্নিয়োগ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ৩ বছরের জন্য এই পুনর্নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র উপপরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গত ২২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ অনুমোদন দেয়া হয়।

ফজলুল করিম মুন্সী ২০১৬ সালের নভেম্বরে কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। বীমা খাতে ৩৮ বছরেরও বেশি অভিজ্ঞ এই কর্মকর্তা ব্যবসা, বিপণন ও প্রশাসন ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন।

তিনি ১৯৮৭ সালে কর্ণফুলী ইন্স্যুরেন্সে সহকারী কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা হওয়ার আগে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিপণন প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রিধারী ফজলুল করিম মুন্সী বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বাংলাদেশ ইয়ং ইকোনোমিস্ট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। তিনি ব্যবসায়িক কাজে দেশ-বিদেশে ভ্রমণ করেছেন এবং পুনর্বীমা ও বীমা বিষয়ক নানা প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর