insurancejobsbd@gmail.com সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

বিজিআইসি’র মুখ্য নির্বাহী পদে আহমেদ সাইফুদ্দীন চৌধুরীর পুনর্নিয়োগ


প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫, ০৮:৩৬

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)’র ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পঞ্চম মেয়াদের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু। রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নন-লাইফ খাতের এই বীমা কোম্পানি।

আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু ১৯৮৬ সালে বিজিআইসি’র প্রধান কার্যালয়ে যোগদান করেন এবং দু’বছর পর চট্টগ্রাম জোনাল অফিসে অর্থ ও হিসাব বিভাগের ইন-চার্জ হিসেবে বদলি হন।

পদোন্নতি লাভের পর ২০০৯ সালে তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি হিসেবে ঢাকার প্রধান কার্যালয়ে বদলি করা হয়।

২০১৩ সালের ১ আগস্ট তিনি ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর