প্রকাশিত:
৭ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬
প্রথমবারের মতো এমপ্লয়ী অব দি ইয়ার নির্বাচন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।এই উদ্যোগের মাধ্যমে এবার দুই কর্মকর্তাকে পুরস্কৃত করেছে চতুর্থ প্রজন্মের এই ইসলামী বীমা কোম্পানি। ২০২৫ সালের এমপ্লয়ী অব দি ইয়ার নির্বাচিত দুই কর্মকর্তা হলেন- কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএফও ফারুক আহমেদ এবং হিসাব বিভাগের নির্বাহী কর্মকর্তা আরিফুল আলম।
বুধবার (৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন কোম্পানির মুখ নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো.আরিফ হোসেন ও চিফ অপারেশন অফিসার (সিওও) মো. শাহাদাত হোসেন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগন এবং অন্য সকল কর্মকর্তা-কর্মচারী।
কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়ন এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে উৎসাহী করার লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বীমা কোম্পানিটির মুখ নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএফও ফারুক আহমেদ বলেন, ২০২৫ সালের এমপ্লয়ী অব দি ইয়ার নির্বাচিত হওয়ায় আমি খুব আনন্দিত। আমাকে এমপ্লয়ী অব দি ইয়ার নির্বাচিত করায় আমি কোম্পানির সিইও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।
পাশাপাশি ভবিষ্যতেও এ ধারা চালু রাখার জন্য সিইও মহোদয়কে অনুরোধ করছি যেন কর্মকর্তা-কর্মচারীদের কাজের উৎসাহ বৃদ্ধি পায়। -বলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএফও ফারুক আহমেদ
এমএসএস
মন্তব্য করুন: