প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮
দেশের ব্যাংক, বীমা ও আর্থিক খাতের পেশাজীবীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিনির্ভর সেমিনার “দ্য ফিউচার অব প্রফেশনাল এক্সিলেন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)”। আগামী ৮ ডিসেম্বর (শনিবার) রাজধানীর ইস্কাটনে বিআইএএম অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন দেশ-বিদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, ব্যাংকার, বীমা বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ এবং করপোরেট লিডাররা। সেমিনারে সভাপতিত্ব করবেন বিআইপিডির চেয়ারম্যান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যাথম্যাটিক্স ও ফিজিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন ।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সাঈদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ বীমা ও জীবন বীমা করপোরেশনের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন একচুয়্যারি।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির উপদেষ্টা এ কে আজিজুল হক চৌধুরী এফসিআইআই, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেল এস এম আব্দুল হাকিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জাহিদ।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক এবং বিআইপিডির একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ড. মোহাম্মদ কায়কোবাদ। সেমিনারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞবৃন্দ প্রবন্ধ উপস্থাপন করবেন এবং বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশগ্রহণ করবেন।
দিনব্যাপী এই সেমিনারে তিনটি বিশেষ সেশন অনুষ্ঠিত হবে, যেখানে বিশেষজ্ঞরা এআই এর ভবিষ্যৎ প্রভাব, কর্মক্ষেত্রের দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা, ব্যাংকিং–ইন্স্যুরেন্স সেবা অটোমেশন এবং আর্থিক বাজারে এআই–এর সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
প্রথম সেশন পরিচালনায় থাকবেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। এ সেশনে বক্তারা বীমা খাতে এআই–চালিত উদ্ভাবন, দক্ষ কর্মী তৈরি, রিস্ক ম্যানেজমেন্ট এবং গ্রাহকসেবা উন্নয়ন বিষয়ে উপস্থাপন করবেন।
দ্বিতীয় সেশন পরিচালনা করবেন সোনালী ব্যাংক পিএলসি’র সিআইটিও মো. রেজওয়ান আল বখতিয়ার। জালিয়াতি শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা এবং নিরাপদ ডিজিটাল ব্যাংকিং নিয়ে থাকছে বিশেষ আলোচনা।
তৃতীয় সেশন পরিচালনা করবেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি এন্ড সিইও মো. জালালুল আজিম। এআই–নির্ভর রিস্ক অ্যাসেসমেন্ট, ডেটা–ড্রিভেন সিদ্ধান্ত এবং বাংলাদেশি আর্থিক বাজারে প্রযুক্তির সম্ভাবনা হবে আলোচনার মূল বিষয়।
সেমিনারটি ব্যাংক, বীমা এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, শিক্ষার্থী এবং প্রযুক্তিবিদদের জন্য অত্যন্ত উপযোগী। সীমিত সিটের ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করতে আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহবান জানিয়েছে বিআইপিডি।
সেমিনারটিতে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত ও দলগতভাবে অংশগ্রহণের জন্য পার্টিসিপেশন ফি'র ওপর ২০% হারে বিশেষ মূল্যছাড় দেয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: মো. আরিফুর রহমান-০১৯১১-৬২০৫২৯ এবং কামরুজ্জামান-০১৭৪০১৩৯৬৯৯।
ইন্স্যুরেন্স নিউজ বিডি এবং ইন্স্যুরেন্স জবস বিডি অনুষ্ঠানটির প্রধান প্রচার সহযোগী হিসেবে সেমিনারের আপডেট ও সংবাদ প্রচার করবে। সেমিনার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।
এমএসএস
মন্তব্য করুন: